
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অনেকেই চোখে পাওয়ার থাকলেও চশমা ব্যবহার করতে চান না। কেউ সাজের জন্য কেউ রোজকার কর্মকাণ্ডে অসুবিধায় পড়েন বলে। এই অবস্থায় ভরসা কনট্যাক্ট লেন্স। জানেন কি চোখে কনট্যাক্ট লেন্স পরে থাকার সময় কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয়, কারণ এতে চোখের ক্ষতি বা মারাত্মক সংক্রমণ হতে পারে।
১. ঘুমানো: কনট্যাক্ট লেন্স পরে ঘুমানো (এমনকী অল্প সময়ের জন্যও) অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘুমের সময় চোখে অক্সিজেন সরবরাহ এমনিতেই কমে যায়। লেন্স পরে শুলে অক্সিজেন সরবরাহ আরও বেশি ব্যাহত করে। এর ফলে কর্নিয়াতে আলসার এবং মারাত্মক সংক্রমণ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
২. সাঁতার কাটা বা স্নান করা: পুকুর, নদী, সমুদ্র বা সুইমিং পুলের জলে, এমনকি ট্যাপের জলেও মারাত্মক জীবাণু (যেমন - অ্যাকানথামোবিয়া) থাকতে পারে। এই জীবাণু লেন্সের নিচে আটকে গিয়ে চোখে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণ বেড়ে গেলে অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। তাই স্নান বা সাঁতারের সময় অবশ্যই লেন্স খুলে রাখা উচিত।
৩. ধোঁয়া, ধুলোবালি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করা: ধুলোবালি, ধোঁয়া, রাসায়নিক বাষ্প বা স্প্রে (যেমন - হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট) লেন্সের উপর বা নিচে আটকে যেতে পারে। এর ফলে চোখে জ্বালা, অস্বস্তি, কর্নিয়াতে আঁচড় লাগার মতো ঘটনা ঘটতে পারে। এই ধরনের পরিবেশে কাজ করার সময় লেন্স না পরা বা উপযুক্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করা উচিত।
৪. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও আই ড্রপ ব্যবহার করা: কনট্যাক্ট লেন্স পরে কোনও ধরনের চোখের ড্রপ ব্যবহার করা উচিত নয়। কিছু ড্রপ লেন্সের ক্ষতি করতে পারে, যা চোখে অস্বস্তি বা সমস্যা তৈরি করে। কনট্যাক্ট লেন্স পরা অবস্থায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা লেন্স-উপযোগী আই ড্রপ ব্যবহার করা উচিত।
৫. জোর করে চোখ রগড়ানো: চোখে লেন্স পরা অবস্থায় জোরে রগড়ালে লেন্স স্থানচ্যুত হতে পারে, ছিঁড়ে যেতে পারে বা লেন্সের নিচে থাকা কোনও ময়লা কর্নিয়াতে ঘষা লেগে ক্ষত সৃষ্টি করতে পারে। চোখে অস্বস্তি হলে লেন্স খুলে পরিষ্কার করা বা লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা নিরাপদ।
শিশ্নের উপর জ্বর ঠোসার মতো তরলপূর্ণ ক্ষত! কারণ শুনলে থরথর করে কাঁপুনি ধরবে শরীরে
রাতে কেন বেড়ে যায় হাঁপানির টান? জানলে চোখ কপালে উঠবে
সাবধান! কান সুড়সুড় করলেই ইয়ার বাড দিয়ে খোঁচান? যে কোনও সময় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে
ত্বকের ক্যানসারে আক্রান্ত কুস্তিগীর জন সিনা, তিল কিংবা আঁচিল দেখে চিনুন এই মারণ রোগ
ঠান্ডা দুধ খেলে কি সত্যিই অম্বল কমে? পেটের সমস্যায় কতটা কার্যকর এই ঘরোয়া টোটকা?
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা